হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) বলেছেন,
غُسلُ یَومِ الجُمُعَةِ طَهُورٌ و کَفّارَةٌ لِما بَینَهُما مِنَ الذُّنوبِ مِنَ الجُمُعَةِ إلَی الجُمُعَةِ
শুক্রবারের গোসল হলো পরিশুদ্ধির একটি মাধ্যম এবং এটি এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত সংঘটিত পাপসমূহের কাফ্ফারা ও ক্ষমার কারণ হয়।
[ওয়াসায়েলুশ্শিয়া, খণ্ড ৩, পৃষ্ঠা ৩১৫]
ব্যাখ্যা: ইসলামে শুক্রবার বিশেষ বরকত ও রহমতের দিন। এই দিনে গোসল করা শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং আত্মিক পরিশুদ্ধতা ও আল্লাহর নিকট ক্ষমা লাভের একটি উপায় হিসেবেও গণ্য করা হয়। এই আমল মুমিনের অন্তরকে নবচেতনায় ভরিয়ে তোলে এবং তাকে এক সপ্তাহের ভুলত্রুটি থেকে মুক্তির আশার বার্তা দেয়।
আপনার কমেন্ট