শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ - ১৪:২৯
শুক্রবারের গোসল: পবিত্রতা ও ক্ষমা প্রাপ্তির সুযোগ

এই বর্ণনায় ইমাম জাফর সাদিক (আ.) শুক্রবারের গোসলের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) বলেছেন,
غُسلُ یَومِ الجُمُعَةِ طَهُورٌ و کَفّارَةٌ لِما بَینَهُما مِنَ الذُّنوبِ مِنَ الجُمُعَةِ إلَی الجُمُعَةِ
শুক্রবারের গোসল হলো পরিশুদ্ধির একটি মাধ্যম এবং এটি এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত সংঘটিত পাপসমূহের কাফ্ফারা ও ক্ষমার কারণ হয়।

[ওয়াসায়েলুশ্‌শিয়া, খণ্ড ৩, পৃষ্ঠা ৩১৫]

ব্যাখ্যা: ইসলামে শুক্রবার বিশেষ বরকত ও রহমতের দিন। এই দিনে গোসল করা শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং আত্মিক পরিশুদ্ধতা ও আল্লাহর নিকট ক্ষমা লাভের একটি উপায় হিসেবেও গণ্য করা হয়। এই আমল মুমিনের অন্তরকে নবচেতনায় ভরিয়ে তোলে এবং তাকে এক সপ্তাহের ভুলত্রুটি থেকে মুক্তির আশার বার্তা দেয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha