বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ - ১১:৫৫
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব

আল্লাহর দান ও অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকা একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অকৃতজ্ঞতা শুধু নিয়ামতের অবমূল্যায়নই নয়, বরং তা নৈতিক অধঃপতনের সূচনা। এই হাদীসে ইমাম জাওয়াদ (আ.) কৃতজ্ঞতার মূল্য ও অকৃতজ্ঞতার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাওয়াদ (আ.) বলেছেন,
نِعْمَةٌ لا تُشْکَرُ کَسَیِّئَةٍ لا تُغْفَرُ
যে নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না, তা সেই গোনাহের মতো—যা ক্ষমা করা হয় না।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৬৮, পৃষ্ঠা ৫৩, হাদীস ৬৯]

এই হাদীস আমাদের স্মরণ করিয়ে দেয়—কৃতজ্ঞতা শুধু মুখের উচ্চারণ নয়, বরং অন্তরের বিনয় ও আমলের মাধ্যমে নিয়ামতের সঠিক ব্যবহারই প্রকৃত শোকর। যে ব্যক্তি শোকর আদায় করে, তার নিয়ামত বৃদ্ধি পায়; আর যে অকৃতজ্ঞ, সে অবচেতনে নিজ নিয়ামত থেকেই বঞ্চিত হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha