রবিবার ২ নভেম্বর ২০২৫ - ১৭:০৫
পারমাণবিক স্থাপনাগুলো আমরা আরও শক্তি ও দৃঢ়তার সঙ্গে পুনর্নির্মাণ করব: পেজেশকিয়ান

ইরানের রাষ্ট্রপতি ড. মাসুদ পেজেশকিয়ান শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পের উন্নয়নে সরকারের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “সরকার সর্বশক্তি দিয়ে এই শিল্পের অগ্রগতি ও সক্ষমতা বৃদ্ধিতে পাশে থাকবে।” তিনি তেহরানে পারমাণবিক শক্তি সংস্থায় বিজ্ঞানীদের উদ্ভাবনী অর্জনের প্রদর্শনী পরিদর্শন শেষে বলেন, “আমাদের বিজ্ঞানীরা রেডিও-ওষুধ উৎপাদন ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে যে পরিশ্রম করছেন, তা এক অনন্য বৈজ্ঞানিক জিহাদ।”

হাওজা নিউজ এজেন্সি: রাষ্ট্রপতি বলেন, ইরান রেডিও-ওষুধ উৎপাদনে বিশেষ অবস্থান অর্জন করেছে, যা দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি বৈশ্বিক বাজারেও ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এখন সময়ের দাবি। “শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, বরং রপ্তানিমুখী উৎপাদনের দিকেও নজর দিতে হবে,” বলেন তিনি।

পেজেশকিয়ান অভিযোগ করেন, আধিপত্যবাদী শক্তিগুলো ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি থামাতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। “তারা জানে, আমাদের বিজ্ঞানীরা এমন সক্ষমতা রাখেন যা তাদের বাজারকে চ্যালেঞ্জ করতে পারে,” তিনি বলেন। এ সময় তিনি আহ্বান জানান—ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অর্জনগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে সঠিকভাবে তুলে ধরার জন্য।

জ্বালানি অপচয় ও পরিবেশগত ক্ষতির বিষয়েও রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল ও গ্যাস জ্বালিয়ে ফেলি। এই সম্পদগুলো বৈজ্ঞানিকভাবে কাজে লাগিয়ে মূল্য সংযোজন করাই এখন সবচেয়ে জরুরি।”

তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। “আমাদের লক্ষ্য অস্ত্র নয়, মানবকল্যাণের প্রযুক্তি গড়ে তোলা,” বলেন পেজেশকিয়ান। তাঁর মতে, বিজ্ঞানীদের প্রচেষ্টা ও সরকারের সমর্থনের মাধ্যমে ইরান অচিরেই বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha