হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, হযরত ফাতিমা যাহরা (সা.আ.) মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ— ঈমান, জ্ঞান, ত্যাগ ও ইলাহি দায়িত্ববোধের প্রতীক। তাঁর জীবনধারা থেকে আমরা শিখি কীভাবে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা যায়, অন্যায়ের প্রতিবাদ করতে হয় এবং ঈমানের পথে ধৈর্য ধারণ করতে হয়।
আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, আজ শত্রুরা ইসলামি সমাজে বিভেদ ও সন্দেহ সৃষ্টির নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায় মুসলমানরা নিজেদের ভেতরেই সংঘাতে লিপ্ত হোক। কিন্তু আমাদের উচিত— হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবন ও আদর্শকে অনুসরণ করে ঐক্য, সংহতি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে শত্রুর সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া।
তিনি জোর দিয়ে বলেন, আইয়্যামে ফাতিমিয়্যা (সা.আ.) শুধু শোকের দিন নয়, বরং এটি আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও সমাজে ন্যায়ের চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সময়। এই দিবসকে ঘিরে যদি আমরা ইসলামী ঐক্যের ভিত্তি আরও দৃঢ় করি, তবে তা হবে শত্রুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।
শেষে তিনি মুসলিম বিশ্বের আলেম, শিক্ষাবিদ ও যুবসমাজের প্রতি আহ্বান জানান— আইয়্যামে ফাতিমিয়্যা (সা.আ.)-এর শিক্ষা ও বার্তা প্রচারের মাধ্যমে মুসলমানদের ঐক্য, ইমান ও আত্মচেতনা জাগিয়ে তুলুন, যাতে ইসলামি উম্মাহ একক কণ্ঠে শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারে।
            
                
আপনার কমেন্ট