হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ বাহাউদ্দিনী (রহ.) বলেছেন, “কিয়ামতের দিনে আমাদের পূণ্য ও ভালো আমল আমরা জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে দিতে পারব না।
কিন্তু আমরা বাধ্য হয়ে সেই ব্যক্তিকে দেব যার প্রতি আমাদের ঘৃণা ছিল এবং যার সম্পর্কে আমরা গীবত করেছি।”
তিনি আরও সতর্ক করেছেন, “পাপ— বিশেষ করে হাক্কুন-নাস (অন্যের অধিকার হরণ), শীর্ষ মাত্রার অজ্ঞতা। এটি বুদ্ধিমত্তার চিহ্ন নয়। প্রকৃত বুদ্ধিমত্তা হলো আল্লাহর প্রতি নিষ্ঠার সঙ্গে ইবাদত করা এবং মানুষের প্রতি সদয় হওয়া।”
আসুন, আমরা আজই নিজের অন্তর পরিশুদ্ধ করি, মানুষের অধিকার আদায় করি এবং পাপের পথ এড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে এগিয়ে যাই। সত্যিকারের নেক ব্যক্তিই হলো যে তার জীবনকে আল্লাহর ইবাদত ও মানুষের কল্যাণে উৎসর্গ করে।
সূত্র: তা’হারাত-এ নাফস, আয়াতুল্লাহ বাহাউদ্দিনী (রহ.)-এর নির্বাচিত বক্তব্য।
আপনার কমেন্ট