সোমবার ১০ নভেম্বর ২০২৫ - ২১:৩০
ইরানের পারমাণবিক কর্মসূচি মেনে নেওয়া ছাড়া পশ্চিমা বিশ্বের কোনো বিকল্প নেই: আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিমা দেশগুলোর সামনে কোনো বিকল্প নেই; তাদের ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে স্বীকার করতেই হবে।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের পারমাণবিক সংস্থার আয়োজনে অনুষ্ঠিত দেশের সর্বশেষ পরমাণু অর্জনবিষয়ক প্রদর্শনী পরিদর্শন ও সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

আরাকচি সাংবাদিকদের বলেন, “ইরানের পারমাণবিক শিল্প এখন একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে এবং বিভিন্ন খাতে দ্রুত অগ্রসর হচ্ছে। কেউ যদি মনে করেন এ শিল্প কেবল ইউরেনিয়াম সমৃদ্ধিকরণেই সীমিত, তবে তা ভুল। চিকিৎসা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি ও শিল্পসহ মানুষের জীবনের বহু ক্ষেত্রেই উপকারে আসছে এমন নানা কার্যক্রম ইরানের পারমাণবিক সংস্থা ও পারমাণবিক শিল্পে পরিচালিত হচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, “পারমাণবিক প্রযুক্তি আজ সব খাতেই উপস্থিত এবং বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে ত্বরান্বিত করছে। এই জ্ঞান ও প্রযুক্তি দেশের সামগ্রিক বৈজ্ঞানিক অগ্রগতিকে বাড়িয়ে দিয়েছে এবং মানুষের জীবনসংক্রান্ত বহু শিল্পে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।”

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “এই কেন্দ্রগুলোতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের কঠোর পরিশ্রম দেখে গর্ব হয়। আমি এএওআই–এর প্রধান প্রকৌশলী ইসলামি এবং সংস্থার সব কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি জানান যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এএওআই–এর ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে। “পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমরা সবসময় এএওআই–এর পাশে থাকব এবং ইরানি জনগণ ও সংস্থাটির অধিকার রক্ষা করব, কারণ আমরা বিশ্বাস করি জনগণের অধিকার অবশ্যই সংরক্ষিত ও বাস্তবায়িত হওয়া উচিত।”

আরাকচি বলেন, পশ্চিমা দেশগুলো দাবি করলেও ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

তার ভাষায়, পশ্চিমারা ইরানকে পারমাণবিক প্রযুক্তি থেকে বঞ্চিত করতে চায়, যেন এ প্রযুক্তি তাদের একচেটিয়া নিয়ন্ত্রণেই থাকে।

তিনি বলেন, “ওরা জানে যে ২০ বছর ধরে আমরা আলোচনা, সমঝোতা ও পারস্পরিক যোগাযোগ চালিয়ে আসছি। যদি আমাদের লক্ষ্য পারমাণবিক বোমা তৈরি করা হতো, তবে দেশের সক্ষমতা বিবেচনায় এত দিনে তা করে ফেলা সম্ভব ছিল। কিন্তু আমরা শুরু থেকেই প্রমাণ করেছি যে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। প্রয়োজন হলে আস্থা গড়ে তুলেছি, প্রয়োজন হলে আন্তর্জাতিক সংস্থা ও আইএইএর সঙ্গে সহযোগিতা করেছি। তারপরও তারা অজুহাত তুলে যাচ্ছে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha