হাওজা নিউজ এজেন্সি: সালারিয়েহ বলেন যে পরিকল্পনা অনুযায়ী “জাফর”, “পায়া” এবং “কাওসার” নামের তিনটি উপগ্রহ আগামী দুই মাসের মধ্যে উৎক্ষেপণ করা হবে। তিনি স্যাটেলাইট ডেটা-ভিত্তিক পরিষেবার গুরুত্ব তুলে ধরে জানান যে এসব স্যাটেলাইট দেশের প্রযুক্তিগত অগ্রগতিকে আরও শক্তিশালী করবে।
ইরান বর্তমানে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে। ইরানি মহাকাশ সংস্থার প্রধান জানান যে চাঁদ অনুসন্ধান কর্মসূচির ক্ষেত্রে চীনের সঙ্গে একটি যৌথ আন্তর্জাতিক প্রকল্পে তারা যুক্ত রয়েছে। পাশাপাশি গবেষণা, শিক্ষা, প্রচার এবং স্যাটেলাইট ডেটা-নির্ভর পরিষেবা উন্নয়নে ইকো সদস্য দেশগুলোর সঙ্গেও সহযোগিতা চালানো হচ্ছে।
দেশের মহাকাশ অবকাঠামো প্রসঙ্গে সালারিয়েহ বলেন, ইরানের দুটি নতুন মহাকাশ ঘাঁটি— আলমাস এবং কেনারান— তাদের শেষ পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই কার্যক্রম শুরু করবে।
মহাকাশ প্রযুক্তিতে ধারাবাহিক অগ্রগতি ইরানের কৌশলগত সক্ষমতাকে আরও সুদৃঢ় করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আপনার কমেন্ট