মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ - ২০:০৬
আমেরিকার প্রভুত্বের দিন শেষ: ড. আলী আকবর বেলায়াতি

 ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়াতি বলেছেন, আমেরিকার প্রভুত্বের দিন শেষ হয়ে গেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,  আন্তর্জাতিক বিষয়ে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ড. আলী আকবর বেলায়াতি এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, বিশ্ব এখন একমুখী ব্যবস্থা থেকে বহু-মুখী ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, এবং বিশ্বে আমেরিকার একচেটিয়া দখলদারি ও প্রভুত্বের যুগ সমাপ্ত হয়েছে।

তিনি আমেরিকার সাম্প্রতিক নীতিগুলোর প্রসঙ্গে বলেন, আজ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং লাতিন আমেরিকা ও পূর্ব এশিয়াতেও আমেরিকার উপস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।

ড. আলী আকবর বেলায়াতি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ ফ্রন্টের মূল কেন্দ্র হিসেবে সিয়োনবাদ ও আমেরিকার বিরোধিতায় দাঁড়ানো দেশগুলোকে সমর্থন করছে এবং সেই লক্ষ্যে নিজের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর—বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের—এই অভিযোগ যে ইরান অঞ্চলীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, তা বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha