হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সুদানের পররাষ্ট্রমন্ত্রী মোহিউদ্দিন সালেম উত্তর দারফুরের আল-ফাশার ও উত্তর কুরদোফানের বারা এলাকায় আধাসামরিক বাহিনী আরএসএফ (র্যাপিড সাপোর্ট ফোর্স) কর্তৃক চলমান নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র সমালোচনা করেছেন।
সরকারি বার্তা সংস্থা সোনা-র প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী পোর্ট সুদানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপ-এর সঙ্গে বৈঠকের সময় আল-ফাশার ও বারা-তে আরএসএফ কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরএসএফ-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।
এদিকে, মন্ত্রী সরকার পক্ষ থেকে মানবিক কার্যক্রম সহজতর করা এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ সমর্থনেরও আশ্বাস দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যার ফলে হাজারো মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আপনার কমেন্ট