শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ - ১২:২২
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

হাওজা / মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যকে আরো বিস্তৃত করার জন্য আমেরিকা ও দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা-বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী এক ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যকে আরো বিস্তৃত করার জন্য আমেরিকা ও দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা-বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী এক ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে।

গতকাল (শুক্রবার) মিশরের রাজধানী কায়রো থেকে আল-ক্বাদ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি-এইটের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আব্বাস আরাকচি কায়রো সফর করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সহায়তায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বর হামলা চালাচ্ছে এবং সিরিয়ার সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলো ধ্বংসের উৎসবে মেতেছে তা থেকে প্রমাণ হয়- পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইরান দফায় দফায় যে সতর্কবার্তা দিয়েছে তা সত্য ছিল।

মন্ত্রী আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান তেল আবিবের এই যুদ্ধ উসকানির মোকাবেলায় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করছে।

সিরিয়ার প্রতি ইরানের দীর্ঘ দিনের সমর্থনের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, এই সমর্থন কোনো ব্যক্তির জন্য ছিল না বরং ইহুদিবাদী ইসরায়েল ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুরো সিরিয়াবাসী, তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এই সমর্থন দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ইরান দামেস্ককে পরামর্শ দিত এবং সিরিয়ার জনগণ ও সেখানকার বিরোধী রাজনীতিকদের সাথে যোগাযোগের কথা বলতো। কিন্তু সিরিয়ার সরকার ইরান কিংবা রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত ছিল না।

সাক্ষাৎকারে আব্বাস আরাকচি সিরিয়ায় আবার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং অন্যদের তাণ্ডব শুরুর আশংকা করে এ বিষয়ে সবাইকে সতর্ক করেন।

সূত্র: পার্সটুডে

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha