বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ - ২২:১১
গাজায় গণহত্যা অব্যাহত রাখার সরাসরি দায় আমেরিকার: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় গণহত্যা ও নিরীহ জনগণকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চলমান অপরাধের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী।

হাওজা নিউজ এজেন্সি: হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়: “গাজাবাসীর বিরুদ্ধে ইসরাইল যে পদ্ধতিগতভাবে খাদ্য অবরোধ ও ক্ষুধা প্রয়োগ করছে, তা সমসাময়িক ইতিহাসের অন্যতম ভয়াবহ অপরাধ। এই অপরাধের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এক চরম লজ্জা ও অপমানজনক কলঙ্কচিহ্ন হয়ে রয়েছে।”

হামাস আরও জানায়: “আমরা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য পশ্চিমা দেশের প্রতি আহ্বান জানাই— তারা যেন কেবল বক্তব্য দেওয়াতেই সীমাবদ্ধ না থাকে, বরং তাদের অবস্থানকে বাস্তবমুখী ও কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করে।”

বিবৃতিতে আরও বলা হয়: “আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি— তারা যেন অবিলম্বে এমন বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণ করে, যা দখলদার ইসরাইলকে গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধ্য করে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha