বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ - ১৬:২৮
ইসরায়েলের মোকাবেলায় ইসলামি ও আরব রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইয়েমেনের

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত ইসলামি ও আরব দেশসমূহকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গাজাবাসীর জীবন রক্ষায় তাৎক্ষণিক ও বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

হাওজা নিউজ এজেন্সি: সরকারি বার্তা সংস্থা ‘সাবা’-কে দেওয়া এক বিবৃতিতে মাহদি আল-মাশাত বলেন, “আজকের দিনে ইসলামী উম্মাহর জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন—জায়নিস্ট শাসনের হুমকি মোকাবেলায় একটি সাহসী, ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থান গ্রহণ। যদি আমরা এখন চুপ করে থাকি, তাহলে আগামীকাল এই আগ্রাসন আমাদের সবার ঘরে আগুন জ্বালিয়ে দেবে।”

তিনি সতর্ক করে বলেন, “যারা আজ ফিলিস্তিনের দুঃখ-দুর্দশার প্রতি নিরব থাকে, তারা ভবিষ্যতে নিজেদেরও এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। যারা গাজায় ক্ষুধায় মৃত্যু বরণকারী শিশুদের হৃদয়বিদারক দৃশ্য দেখে বিচলিত হয় না—তারা ধর্ম, মানবতা, মর্যাদা ও ইসলামের প্রকৃত উপলব্ধি রাখে না।”

আল-মাশাত আরব ও ইসলামি বিশ্বের শাসকদের উদ্দেশে বলেন, “যদি আপনারা পদক্ষেপ নিতে অক্ষম হন, তাহলে অন্তত জাতিগুলোকেই সে সুযোগ দিন। আর যদি জাতিগুলোও নিরব থাকে, তাহলে এই নিস্ক্রিয়তার শাস্তি সমগ্র উম্মাহকেই ভোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “সবার জানা উচিত—জায়োনিস্ট শাসনই আমাদের দুর্দশার মূল কারণ। তাদের সঙ্গে শান্তি বা সমঝোতার স্বপ্ন দেখা নিছক বিভ্রান্তি ও পথভ্রষ্টতা ছাড়া কিছুই নয়।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha