শনিবার ৮ মার্চ ২০২৫ - ১৫:০১
রোজায় স্যালাইন ও ইনজেকশন ব্যবহারে শরয়ী বিধান

শরিয়তের হুকুম-আহকাম বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ মুহাম্মদ তাকি মুহাম্মদী শেখ রমজান মাসে স্যালাইন ও ইনজেকশন ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের প্রশ্নের জবাব দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: রমজান মাসে আমরা প্রতিদিন “রমজান গাইড লাইন” এর মাধ্যমে আপনার সাথে থাকব। এই সিরিজে রমজান মাসের সাথে সম্পর্কিত শরয়ী বিধানসমূহ এবং সম্মানিত মারজায়ে তাকলীদদের মতামত উপস্থাপন করব। 

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ মুহাম্মদ তাকি মুহাম্মদী শেখ:

ইনজেকশন, স্যালাইন ও মেডিকেল সূঁচ ব্যবহারে শরিয়তের হুকুম-আহকাম
রোজার বিধান সংক্রান্ত আলোচনায় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনজেকশন, স্যালাইন ও মেডিকেল সূচ ব্যবহার। এ বিষয়ে বিভিন্ন ফিকাহগত মতামত রয়েছে, যা রোজাদারদের জানা আবশ্যক। 

বিশিষ্ট মারজায়ে মতামত অনুযায়ী:

- অবশকরণ ইনজেকশন (Local Anesthesia) এবং চিকিৎসার জন্য ব্যবহৃত অন্যান্য ইনজেকশন রোজা ভঙ্গ করে না। 

- তবে পুষ্টিকর ইনজেকশন, খাদ্যগত ইনজেকশন এবং শিরায় ইনজেকশন (Intravenous) এর ক্ষেত্রে মতভেদ রয়েছে। 

রাহাবারে মুয়াজ্জাম আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী'র মতে: 
“পুষ্টিকর বা খাদ্যগত ইনজেকশন এবং শিরায় ইনজেকশন ব্যবহার করলে এহতিয়াত ওয়াজিবের ভিত্তিতে রোজা বাতিল হয়ে যায়।”

অন্যদিকে, আয়াতুল্লাহ নূরী হামাদানী'র মত হলো: 
ইনজেকশন ব্যবহার, এমনকি উল্লিখিত (পুষ্টিকর/খাদ্যগত ইনজেকশন, শিরায় প্রদত্ত ইনজেকশন) ক্ষেত্রেও রোজা বাতিল করে না এবং রোজার সঠিকতায় কোনো প্রভাব ফেলে না। 

সুতরাং, রোজাদারদের উচিত তাদের নিজস্ব মারজায়ে তাকলীদের ফতোয়া অনুসরণ করা এবং সে অনুযায়ী আমল করা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha