শুক্রবার ২৫ জুলাই ২০২৫ - ১৭:১৪
ইরানে পুনরায় হামলা চালালে ইসরায়েলের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে যাবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের অস্থায়ী জুমার খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরায়েল পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তবে তেল আবিবের সামরিক ও অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবারের জুমার খুতবায় তিনি বলেন, “ইসরায়েলের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের সূচনা থেকেই ইরানে সর্বোচ্চ পর্যায়ের জাতীয় ঐক্য এবং জনগণ, শাসনব্যবস্থা ও ভূখণ্ডের মধ্যে একটি অবিচ্ছেদ্য বন্ধন গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, “ইরানি জাতি ইতিহাসে এক উজ্জ্বল জাতীয় ঐক্য ও সামাজিক সংহতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ঐক্য কোনো ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের উচিত জ্ঞান, যুক্তি, বিজ্ঞান, ঈমান ও নৈতিক আদর্শ দিয়ে এই মূল্যবান ঐক্যকে সংরক্ষণ করা।”

আবু তোরাবি ফার্দ বলেন, “হিব্রু, আরব ও পশ্চিমা অন্তত ২০টি সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, এই ১২ দিনের যুদ্ধ ছিল তেল আবিবের জন্য সবচেয়ে জটিল কৌশলগত চ্যালেঞ্জগুলোর একটি। তীব্র সেন্সরের মাধ্যমে নিজেদের মিডিয়া নিয়ন্ত্রণ করে ইসরায়েল প্রকৃত ক্ষয়ক্ষতি আড়াল করতে চেয়েছে। তবুও, ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলার, যা দেশটির বার্ষিক জিডিপির প্রায় ৮ শতাংশ।”

তিনি সতর্ক করে বলেন, “ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত। অতীত অভিজ্ঞতা থেকেই ইসরায়েল জানে, আরেকটি ভুল পদক্ষেপ তাদের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে পারে।”

তিনি আরও বলেন, “১৩ জুন থেকে শুরু হয়ে ১২ দিনব্যাপী ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনায় সরাসরি হামলা চালায়। ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।”

এই আগ্রাসনের জবাবে ইরান “অপারেশন ট্রু প্রমিস–৩” চালায়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) মহাকাশ ইউনিট জায়োনিস্ট ভূখণ্ডে ২২ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে গুরুতর ক্ষতি হয়।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে, ইরানি বাহিনী কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে—যা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত।

শেষ পর্যন্ত, ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত সাময়িকভাবে থেমে যায়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha