সোমবার ২৮ জুলাই ২০২৫ - ১২:১৬
গাজায় গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী উদ্যোগের আহ্বান আয়াতুল্লাহ বাশির আল-নাজাফির

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিয়া বিশ্বের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ বাশির হুসাইন আল-নাজাফি। সম্প্রতি তাঁর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি গাজার মানবিক পরিস্থিতিকে “নজিরবিহীন মানবিক বিপর্যয়” আখ্যা দিয়ে বিশ্বের বিবেকবান মানুষদের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর শোক ও ব্যথার সঙ্গে গাজার নিরস্ত্র জনগণের ওপর চলমান হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করছি। এই দখলদার ও সম্প্রসারণবাদী জায়োনিস্ট শাসকগোষ্ঠী—আজকের যুগের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলো সংঘটিত করছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই তাদের বর্বরতার হাত থেকে রেহাই পাচ্ছে না।”

তিনি গাজার মানবিক অবস্থা সম্পর্কে বলেন, অবরোধ ও লাগাতার বিমান হামলার কারণে লক্ষাধিক মানুষ চরম ক্ষুধা, তৃষ্ণা এবং মৌলিক প্রয়োজনীয়তার অভাবে ভুগছে। তিনি এটিকে “সম্পূর্ণ মানবিক বিপর্যয়” হিসেবে বর্ণনা করেন।

বিবৃতিতে পশ্চিমা শক্তি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয়। বলা হয়, “যেসব রাষ্ট্র পশু-অধিকার নিয়ে সরব, তারা আজ মানব হত্যাযজ্ঞের মুখে নীরব। এটি বর্তমান বৈশ্বিক ব্যবস্থার গভীর নৈতিক পরাজয়।”

আয়াতুল্লাহ আল-নাজাফি বিশ্বের স্বাধীন, ন্যায়পরায়ণ ও বিবেকবান জনগণের প্রতি আহ্বান জানান রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য।

“আমরা সকল জাতি ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন গাজার নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়ে জরুরি, কার্যকর এবং অর্থবহ পদক্ষেপ গ্রহণ করেন।”

বিবৃতির শেষাংশে আল্লাহর প্রতি আস্থা প্রকাশ করে কুরআনের আয়াত উদ্ধৃত করা হয়: “আল্লাহ যা চান, তাই হয়; তাঁর ব্যতীত কোনো শক্তি বা ক্ষমতা নেই। তিনিই সর্বোচ্চ, মহাপরাক্রান্ত।”

এই বিবৃতিটি সেই ক্রমবর্ধমান আন্তর্জাতিক কণ্ঠস্বরের অংশ, যারা গাজায় চলমান হত্যাযজ্ঞকে “একটি স্পষ্ট গণহত্যা” হিসেবে দেখছেন। যেখানে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, এবং পুরো একটি জনগোষ্ঠী ধ্বংসের মুখোমুখি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha