সোমবার ২৮ জুলাই ২০২৫ - ১৭:১৮
শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সম্পর্কিত প্রবন্ধের আনুষ্ঠানিক ঘোষণা ও পোস্টার উন্মোচন

আন্তর্জাতিক জ্ঞানভিত্তিক সম্মেলন "উমনায়ে রসুল"-এর আওতায় শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সম্পর্কিত প্রবন্ধের আনুষ্ঠানিক ঘোষণা এবং পোস্টার উন্মোচন উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

হাওযা নিউজ এজেন্সির প্রতিবেদনের মতে, আন্তর্জাতিক জ্ঞানভিত্তিক সম্মেলন "উমনায়ে রসুল"-এর আওতায় শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সম্পর্কিত প্রবন্ধের আনুষ্ঠানিক ঘোষণা এবং পোস্টার উন্মোচন উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনের আহ্বায়ক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রেজা ইসকান্দারী, শহীদ নাসরুল্লাহর জ্ঞানী ও জেহাদী ব্যক্তিত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,
এই প্রবন্ধ সিরিজের মাধ্যমে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (রহ.)-এর সাতটি দিককে আলোচনার কেন্দ্রবিন্দু করা হয়েছে: পারিবারিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, নৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং জেহাদী দিক।

তিনি বলেন, যদিও তিনি জেহাদী ময়দানে সুপরিচিত, তবে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলোতে তিনি যথেষ্ট আলোচিত নন।
লেবানন এবং বৃহত্তর ইসলামী দুনিয়ায় তাঁর ভূমিকা, এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর সম্পর্ক আরও বিশ্লেষণের দাবি রাখে।

ইসকান্দারী আরও বলেন, সাংস্কৃতিক ও মিডিয়া খাতে তাঁর অসামান্য সাফল্য ছিল। তিনি শুধু একজন প্রতিভাবান বক্তা নন, বরং আধুনিক মিডিয়া বোঝার ক্ষমতাও তাঁর ছিল, এবং তিনি ইসলামী বিশ্বে শক্তিশালী মিডিয়া সংস্কৃতির ভিত্তি স্থাপন করেন।

এই প্রেস কনফারেন্সটি ক্বোমের হাওযা ইলমিয়ার সম্মেলন হলে অনুষ্ঠিত হয়।

হাওযা ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আ'রাফী তাঁর বক্তব্যে ক্বোম ও নাজাফের হাওযাগুলোর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাবের ওপর জোর দেন।
তিনি “আমনায়ে রসুল” প্রকল্পকে দীনদার ও জেহাদী ব্যক্তিত্বদের জীবনচরিত ও চিন্তাধারার পুনর্মূল্যায়নের একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।

তিনি শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ-কে "একজন কৌশলগত নেতা" হিসেবে অভিহিত করে বলেন:

তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি গোটা অঞ্চলের হিসাব-নিকাশ বদলে দিয়েছেন।

আয়াতুল্লাহ আ'রাফী সম্মেলনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন,

এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে — এসব মহান ব্যক্তিত্বের চিন্তাধারা ও সমাজচিন্তার ধারা বর্তমান প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপন করা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha