হাওজা নিউজ এজেন্সি: ইমাম মুহাম্মাদ বাকির (আ.) বলেন,
ثَلاثٌ لَم یَجعَلِ اللّهُ (عزّ وجلّ) لأحدٍ فیهِنّ رُخصَةً: أدَاءُ الأمانَةِ إلی البَرِّ وَ الفاجِرِ، وَ الوفَاءُ بالعَهدِ لِلبَرِّ وَ الفاجِرِ، وَ بِرُّ الوالِدَینِ بَرَّینِ کانَا أو فاجِرَینِ
এমন তিনটি বিষয় আছে, যেগুলোর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কাউকে কোনো ছাড় বা রেহাই দেননি:
১. আমানত ফিরিয়ে দেওয়া—চাই সে ভালো মানুষ হোক বা পাপাচারী,
২. অঙ্গীকার পালন করা—ভালো বা মন্দ, উভয় ধরনের মানুষের প্রতিই,
৩. পিতা-মাতার সাথে সদ্ব্যবহার—তাঁরা সৎ হোন বা দুরাচারী।”
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৫৬]
এই হাদীস আমাদের নৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও আচরণ বা অবস্থা দ্বারা প্রভাবিত না হওয়ার শিক্ষা দেয়। ইসলাম ন্যায়বিচার, বিশ্বস্ততা ও পারিবারিক দায়িত্বের এমন এক মানদণ্ড স্থাপন করেছে, যা সর্বাবস্থায় অপরিবর্তনীয়।
আপনার কমেন্ট