বুধবার ৩০ জুলাই ২০২৫ - ১০:৩৫
পিতা-মাতাকে ভালোবাসা ইবাদত

ইবাদত শুধু নামাজ, রোজা কিংবা দোয়ায় সীমাবদ্ধ নয়। ইসলাম এমন এক পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে একটি ভালোবাসাময় দৃষ্টিও আল্লাহর সন্তুষ্টির উপায় হতে পারে। পিতা-মাতার প্রতি সম্মান ও স্নেহ-ভরে তাকানো—এটিও আল্লাহর দরবারে ইবাদতের মর্যাদা পায়।

হাওজা নিউজ এজেন্সি: প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এক হৃদয়ছোঁয়া হাদিসে বলেন,

نَظَرُ الْوَلَدِ اِلی والِدَیْهِ حُبّا لَهُما عِبادَةٌ

সন্তান যখন ভালোবাসার দৃষ্টিতে পিতা-মাতার দিকে তাকায়, তা ইবাদত হিসেবে গণ্য হয়।

[তুহাফুল উকুল, পৃষ্ঠা ৪৬]

বার্তা: এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয়—আচরণ, মনোভাব এবং ভালোবাসার দৃষ্টিও ইবাদত হতে পারে।
পিতা-মাতার প্রতি শ্রদ্ধা ও মমতা প্রদর্শনের এমন ছোট ছোট কাজেই লুকিয়ে থাকতে পারে আল্লাহর বিশেষ রহমত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha