বুধবার ১৩ আগস্ট ২০২৫ - ১০:৩৬
ইমাম হুসাইনের (আ.) জিয়ারত ত্যাগ— নবী (সা.) ও আহলে বাইতের (আ.) প্রতি অবাধ্যতা

ইমাম জাফর সাদিক (আ.) এক গভীর তাৎপর্যপূর্ণ হাদীসে ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত থেকে বিরত থাকার বিষয়টিকে কঠোরভাবে নিন্দা করেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, যার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি জিয়ারতে যান না, তিনি প্রকৃতপক্ষে নবী করিম (সা.) এবং আহলে বাইতের (আ.) প্রতি অবাধ্যতা প্রদর্শন করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,


مَنْ تَرَکَ زِیارَتَهُ وَ هُوَ یَقْدِرُ عَلی ذلِکَ، قَدْ عَقَّ رَسُولَ اللّهِ صلی الله علیه و آله وَ عَقَّنا.

যে ব্যক্তি ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত ত্যাগ করে, অথচ তার সামর্থ্য রয়েছে, প্রকৃতপক্ষে সে রাসূলুল্লাহ্‌ (সা.) এবং আমাদের আহলে বাইতের (আ.) প্রতি অবাধ্যতা করেছে।

[সাফিনাতুল বিহার, খণ্ড ১, পৃষ্ঠা ৫৬৪]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আহলে বাইতের (আ.) অনুসারী ও মুহিব্বিনদের ইমাম হুসাইনের (আ.) মাজার শরীফ জিয়ারত করার তাওফিক দান করুক।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha