রবিবার ১৭ আগস্ট ২০২৫ - ১৪:৪৮
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন বাহরামী জাদ

যেদিন ইমাম হুসাইন (আ.) শহীদ হন, সেদিন বায়তুল মুকাদ্দাস অঞ্চলে যেই পাথরই তোলা হয়েছে, তার নিচে তাজা রক্ত পাওয়া গেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামের বিশিষ্ট মুহাদ্দিস ও ফকীহ ইমাম বায়হাকি (রহ.), যিনি ৪৫৮ হিজরিতে ইন্তেকাল করেন, তাঁর প্রসিদ্ধ গ্রন্থ দালাইলুন্নুবুয়াহ-তে ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের সময়কার একাধিক অলৌকিক আলামত উল্লেখ করেছেন। শাফেয়ী মাযহাবের এই খ্যাতনামা আলেম ছয় নম্বর খণ্ডের ৪৭০ পৃষ্ঠায় বিভিন্ন হাদিস একত্রিত করে প্রমাণ করেন—ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত শুধু মানবসমাজেই নয়, আসমান-জমিনেও গভীর প্রভাব ফেলেছিল।

প্রথম হাদিসে ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন: আশুরার দিনে রাসূলুল্লাহ (সা.)-এর হাতে একটি কাঁচের বোতল ছিল, যেখানে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের রক্ত ছিল। নবী করিম (সা.) উদ্বিগ্ন চিত্তে বলেন—“হাজা দামুল হুসাইন ওয়া আসহাবিহি।”

আরেক বর্ণনায় উল্লেখ আছে, ইমাম হুসাইন (আ.) শহীদ হলে আকাশ থেকে রক্ত বর্ষণ হয়েছিল। ভোরে উঠে দেখা যায়—সবকিছু রক্তবর্ণে আচ্ছন্ন।

ইতিহাসবিদ যোহরী, যিনি বনি উমাইয়ার আমলে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের দরবারে ছিলেন, তিনি বলেন: “যেদিন ইমাম হুসাইন (আ.) শহীদ হন, সেদিন বায়তুল মুকাদ্দাস অঞ্চলে যেই পাথরই তোলা হয়েছে, তার নিচে তাজা রক্ত পাওয়া গেছে।”

এ ছাড়াও আরও বর্ণনা এসেছে—সেদিন আকাশ জমাট রক্তের মতো হয়ে গিয়েছিল। এমনকি সুগন্ধি ফুল ওয়ার্স ছাইয়ে পরিণত হয়, আর গোশতের স্বাদ তিক্ত হয়ে যায়।

আলেমরা মত দেন—এই সব ঘটনাই ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের ভয়াবহতা ও আসমান-জমিনের শোক প্রকাশের সাক্ষ্য বহন করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha