মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ - ১৬:৪০
আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকার: নেক আমলের সমুদ্র

আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) এক সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ বাণীতে আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকারের (সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ) মহত্ত্ব সম্পর্কে জোর দিয়ে বলেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী?(আ.) বলেন,

وَمَا أَعمالُ البِرِّ کُلُّها وَالجِهادُ فی سَبیلِ اللّه‏ِ عِندَ الأمرِ بِالمَعرُوفِ وَالنَّهْیِ عَنِ المُنکَرِ إِلاّ کَنَفثَةٍ فی بَحرٍ لُجِّیٍّ

সকল নেক আমল এবং আল্লাহর পথে জিহাদ—এ সবই আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকারের তুলনায়, যেন অসীম গভীর সমুদ্রের তুলনায় এক পানি।

[নাহজুল বালাগা, হিকমত ৩৭৪]

এ বাণী থেকে স্পষ্ট হয় যে, ইসলামী সমাজকে জীবন্ত, সজাগ ও পথনির্দেশিত রাখতে আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকারের ভূমিকা অপরিসীম। অন্য সব ইবাদত ও ত্যাগ এর তুলনায় সীমিত; কিন্তু এই সামাজিক-ধর্মীয় দায়িত্বটি পুরো সমাজকে কল্যাণের পথে পরিচালিত করার জন্য সমুদ্রসম বিশাল মর্যাদা রাখে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha