হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী?(আ.) বলেন,
وَمَا أَعمالُ البِرِّ کُلُّها وَالجِهادُ فی سَبیلِ اللّهِ عِندَ الأمرِ بِالمَعرُوفِ وَالنَّهْیِ عَنِ المُنکَرِ إِلاّ کَنَفثَةٍ فی بَحرٍ لُجِّیٍّ
সকল নেক আমল এবং আল্লাহর পথে জিহাদ—এ সবই আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকারের তুলনায়, যেন অসীম গভীর সমুদ্রের তুলনায় এক পানি।
[নাহজুল বালাগা, হিকমত ৩৭৪]
এ বাণী থেকে স্পষ্ট হয় যে, ইসলামী সমাজকে জীবন্ত, সজাগ ও পথনির্দেশিত রাখতে আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকারের ভূমিকা অপরিসীম। অন্য সব ইবাদত ও ত্যাগ এর তুলনায় সীমিত; কিন্তু এই সামাজিক-ধর্মীয় দায়িত্বটি পুরো সমাজকে কল্যাণের পথে পরিচালিত করার জন্য সমুদ্রসম বিশাল মর্যাদা রাখে।
আপনার কমেন্ট