সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৪৬
প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করল ইরানের সংসদ

ইরানের সংসদীয় কমিটি দেশের সামরিক ব্যয় বৃদ্ধি ও প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে। পরিকল্পনাটি দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা উন্নয়ন এবং বিদেশি আগ্রাসনের মোকাবিলায় কার্যকর হবে।

হাওজা নিউজ এজেন্সি:  ইরানের সংসদ জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটি রবিবার প্রস্তাবটি অনুমোদন করে। কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানান, প্রস্তাবটি জুন মাসে ইসরায়েলের ১২ দিনের আগ্রাসনের সময় প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার অংশগ্রহণে পর্যালোচনা করা হয়।

প্রস্তাব অনুযায়ী, পরিকল্পনা ও বাজেট সংস্থা এবং তেল মন্ত্রণালয় ২০২৫ সালের প্রতিরক্ষা বাজেট এবং ২০২৪ সালের বাকি অংশ পূর্ণ বরাদ্দ করবে। এছাড়া, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বার্ষিক বরাদ্দও বাজেটের সঞ্চয় বা তেল বিক্রির আয় থেকে পূরণ করতে হবে।

রেজায়ি জানান, কেন্দ্রীয় ব্যাংক জরুরি প্রতিরক্ষা প্রকল্পের জন্য সর্বোচ্চ ২ বিলিয়ন ইউরো শূন্য-সুদের ঋণ সরবরাহ করবে। একই সঙ্গে পরিকল্পনা ও বাজেট সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় মিলিতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও ২ বিলিয়ন ইউরো সরবরাহ করবে, যাতে জেনারেল স্টাফের সমন্বয়ে বিদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করা যায়।

প্রতিরক্ষা চাহিদা পূরণের জন্য, পরিকল্পনা ও বাজেট সংস্থা এবং তেল মন্ত্রণালয় ১.৫ বিলিয়ন ডলারের তেল বরাদ্দ করবে। এছাড়া প্রস্তাবে ইরানের আকাশ পথ ও বিমান পরিবহন ফি আয়ের ৩০ শতাংশ আর্মিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে বরাদ্দের জন্য নির্ধারিত হয়েছে।

রেজায়ি বলেন, “এই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সশস্ত্র বাহিনীর সরঞ্জাম, সক্ষমতা ও জীবনযাত্রায় মৌলিক পরিবর্তন আসবে।” প্রস্তাবটি আগামী সংসদের উন্মুক্ত অধিবেশনগুলোতে পুনঃপর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha