মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ - ২৩:৫৪
আয়াতুল্লাহ খামেনেয়ীর ফতোয়া: গাজার সহায়তায় খুমস ব্যয়ের অনুমতি

ইসলামি বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী সম্প্রতি এক ইস্তিফতার জবাবে মুমিনদের খুমসের একটি অংশ গাজার নিপীড়িত জনগণের সহায়তায় ব্যয় করার অনুমতি প্রদান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: KHAMENEI.IR প্রকাশিত তথ্যমতে, এক মুমিন প্রশ্ন করেছিলেন: “আপনি কি গাজার মাজলুম জনগণের জন্য খুমসের একটি অংশ ব্যয় করার দেন অনুমতি দিবেন?”

রাহবারে মুআজ্জাম তার জবাবে বলেন, “মুমিনরা খুমসের ইমাম আলাইহিস সালামের অংশের অর্ধেক (অর্থাৎ মোট খুমসের এক-চতুর্থাংশ) গাজার মাজলুম জনগণের সহায়তায় প্রদান করতে পারবেন।”

এই ধর্মীয় নির্দেশনা শুধু গাজার নির্যাতিত মুসলিমদের সহায়তার জন্যই নয়, বরং বিশ্ব মুসলিম সমাজের প্রতি এক গভীর মানবিক ও ঐক্যের বার্তা বহন করছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha