মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:৩৬
দোয়া কবুলের জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত

দোয়া হলো আল্লাহর সাথে বান্দারবসরাসরি কথা বলার সেরা উপায়। কিন্তু অনেক সময় আমরা দোয়া করি, তবুও তা কবুল হয় না। ইমাম জাফর সাদিক (আ.) আমাদের শিখিয়েছেন, দোয়া কবুল হওয়ার জন্য কোন বিষয়গুলো ঠিক রাখতে হবে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,

 اِذا ارادَ اَحدُکُم أَن یُستجابَ لَهُ فَلیُطَیّبْ کَسْبَهُ وَ لِیَخْرُجْ مِن مَظالِمِ النّاسِ
যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক, তার উচিত নিজের উপার্জন হালাল ও পবিত্র রাখা এবং মানুষের ওপর করা যেকোনো জুলুম বা অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে মুক্ত রাখা।

[বিহারুল আনওয়ার, খণ্ড ৯৩, পৃষ্ঠা ৩২১]

এ হাদিস আমাদের শেখায় যে দোয়া শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের পবিত্রতা ও নৈতিকতার সাথেও গভীরভাবে সম্পর্কিত। যদি আমরা হালাল রুজি অর্জন করি এবং কারও হক নষ্ট না করি, তবে আল্লাহ আমাদের দোয়া কবুল করতে বেশি প্রিয় মনে করবেন। তাই দোয়া কবুলের আশা নিয়ে প্রথমে আমাদের জীবনকে পবিত্র করা উচিত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha