হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
اِذا ارادَ اَحدُکُم أَن یُستجابَ لَهُ فَلیُطَیّبْ کَسْبَهُ وَ لِیَخْرُجْ مِن مَظالِمِ النّاسِ
যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক, তার উচিত নিজের উপার্জন হালাল ও পবিত্র রাখা এবং মানুষের ওপর করা যেকোনো জুলুম বা অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে মুক্ত রাখা।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৯৩, পৃষ্ঠা ৩২১]
এ হাদিস আমাদের শেখায় যে দোয়া শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের পবিত্রতা ও নৈতিকতার সাথেও গভীরভাবে সম্পর্কিত। যদি আমরা হালাল রুজি অর্জন করি এবং কারও হক নষ্ট না করি, তবে আল্লাহ আমাদের দোয়া কবুল করতে বেশি প্রিয় মনে করবেন। তাই দোয়া কবুলের আশা নিয়ে প্রথমে আমাদের জীবনকে পবিত্র করা উচিত।
আপনার কমেন্ট