হাওজা নিউজ এজেন্সি: যুদ্ধ বিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে হামাস প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি বন্দিদের মুক্তি দেবে। ইসরায়েলি সূত্রের দাবি, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন।
হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান শনিবার এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় প্রক্রিয়া সোমবার সকালে শুরু হবে।”
এদিকে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বিকেলে লোহিত সাগরের তীরবর্তী পর্যটন শহর শার্ম আল-শেখে ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের সহসভাপতিত্ব করবেন বলে মিসরীয় প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য হলো: “গাজা উপত্যকার যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ত্বরান্বিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার এক নতুন যুগের সূচনা করা।”
এই সম্মেলনে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অংশ নেবেন কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
হামাস জানিয়েছে, তারা এই সম্মেলনে অংশ নেবে না, কারণ পুরো আলোচনাজুড়ে তারা মূলত কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করেছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদরান এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার কমেন্ট