হাওজা নিউজ এজেন্সি: রবিবার বৈরুতের কামিল শামউন স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত “সাইয়্যেদ জেনারেশনস” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রয়াত হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ–এর প্রতি শ্রদ্ধা জানাতে ৬০ হাজারেরও বেশি আল-মাহদি স্কাউটস অংশ নেয়।
উল্লেখ্য যে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইমাম মাহদী (আ.ফা.) স্কাউটস হিজবুল্লাহর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা ৭৬ হাজারেরও বেশি, যা দেশটির অন্য সব স্কাউট সংগঠনের সম্মিলিত সদস্য সংখ্যার ছয় গুণ।
“তোমরাই ভবিষ্যতের আলো”
স্কাউটদের উদ্দেশে শেখ কাসেম বলেন, “তোমরা এমন এক পবিত্র দৃশ্যপটে সমবেত হয়েছো, যা আশা ও নৈতিকতার প্রতীক। আল-মাহদি স্কাউটস তরুণ প্রজন্মকে সর্বোচ্চ শিক্ষা ও আদর্শের পথে পরিচালিত করে—তোমরাই ভবিষ্যতের আলোকবর্তিকা।”
তিনি আরও বলেন, “সব প্রতিকূলতা ও অবরোধের মধ্যেও আমাদের আশা অটুট। প্রতিরোধের পথে তোমাদের দৃঢ় অবস্থানই সেই আশার প্রতিফলন।”
“প্রতিরোধ মানে আত্মশৃঙ্খলা ও মর্যাদা”
হিজবুল্লাহ মহাসচিব ব্যাখ্যা করেন, “আমাদের প্রতিরোধ শুধু সামরিক নয়; এতে রয়েছে শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতা ও রাজনৈতিক আদর্শের সমন্বয়। প্রতিরোধ মানে আত্মনিয়ন্ত্রণ, বিশ্বাস, স্থিতিশীলতা, মর্যাদা ও স্বাধীনতা।”
স্কাউটদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমাদের মধ্যে আমি দেখি আলোর ঝলক, আশার সঞ্চার, ত্যাগ ও সমাজসেবার অঙ্গীকার— যা সততা ও মানবিকতার ভিত্তিতে নির্মিত।”
তরুণদের প্রতি উপদেশ
শেষে শেখ কাসেম তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, পিতা-মাতার প্রতি কর্তব্যপরায়ণ হও, ধর্মীয় ও একাডেমিক জ্ঞান অর্জনে মনোযোগী হও এবং ইমাম মাহদী (আ.ফা.)–এর সৈনিকদের কাতারে নিজেদের প্রস্তুত করো।”
আপনার কমেন্ট