বুধবার ১৫ অক্টোবর ২০২৫ - ০৯:২২
প্রতিরোধকে নিরস্ত্র করার হুমকি কখনোই মেনে নেব না

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উপ-মহাসচিব মুহাম্মাদ আল-হিন্দি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন— প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করার যেকোনো হুমকি বা চাপ ফিলিস্তিনি প্রতিরোধ কোনোভাবেই গ্রহণ করবে না।

হাওজা নিউজ এজেন্সি: আল-হিন্দি আল-জাজিরা মোবাসেরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে কোনো গোপন ধারা নেই এবং দখলদার ইসরায়েলি গণমাধ্যমের ছড়ানো গুজবে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। তাঁর ভাষায়, “চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করা ও দায় এড়ানোর চেষ্টা— দখলদারদের পুরোনো কৌশল, যা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম।”

তিনি আরও জানান, গাজায় যুদ্ধবিরতির কার্যক্রম তদারকির জন্য কোনো আন্তর্জাতিক বাহিনী নেই। আল-হিন্দি বলেন, “নেতানিয়াহু পূর্ণ বিজয়ের বিভ্রমে ডুবে ছিলেন, কিন্তু বাস্তবে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। প্রতিরোধ কখনোই গাজার ওপর কোনো তথাকথিত ‘আন্তর্জাতিক উচ্চ প্রতিনিধি’র শাসন মেনে নেবে না।”

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগে দাবি করেছেন, “হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়া দ্রুত, এমনকি প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমেই সম্পন্ন হবে।” ট্রাম্প আরও বলেন, হামাস নাকি তাঁকে জানিয়েছে যে তারা অস্ত্র সমর্পণ করবে।

এদিকে, শনিবার রাতে ইসরায়েলি দখলদার সরকার নতুন এক দাবি তোলে— হামাস নাকি এখনো সব বন্দির মৃতদেহ ফেরত দেয়নি। এ অজুহাতে তারা ঘোষণা করে যে, গাজায় মানবিক সহায়তা সীমিত করা হবে এবং আগামীকাল রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে।

প্রতিক্রিয়ায়, হামাসের মুখপাত্র বলেন— “ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে গাজা উপত্যকায় সব বন্দির দেহ উদ্ধার করা এখন অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ কাজ।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha