হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা হুসাইন মাযাহেরি বলেন, আল্লাহর পথে শহীদ হওয়া আসলে ঐশী ও মানবিক মূল্যবোধের রক্ষায় এমন এক ত্যাগ, যা মানুষকে আল্লাহর সান্নিধ্য এবং চিরস্থায়ী কল্যাণে পৌঁছে দেয়। শহীদরা দুনিয়ার বাহ্যিক মোহ ত্যাগ করে “জিহাদ ফি সাবিলিল্লাহ”-এর পথ বেছে নিয়েছেন এবং এর মাধ্যমে সর্বোচ্চ আধ্যাত্মিক মর্যাদা অর্জন করেছেন।
আয়াতুল্লাহ মাযাহেরি আরও বলেন, শহীদরা আমাদের শিক্ষা দেন যে, মৃত্যুভয় বা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের ক্ষয়কে নিয়ে শোক করা একজন মু’মিনের জন্য শোভন নয়। তিনি বলেন, জীবিতদের উচিত কুরআন ও আহলে বাইতের (আ.) শিক্ষাকে জীবনের মূলমন্ত্র করে পালন করা, সমাজসেবা ও মানবকল্যাণকে শ্লোগান বানিয়ে শহীদদের পথ অব্যাহত রাখা।
শেষে এই মহামান্য মারজায়ে তাকলিদ শহীদদের পরিবারের সদস্যদের এবং অনুষ্ঠান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন— “আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাঁর পথে স্থির রাখুন, খাঁটি নিয়ত, সৎকর্ম ও ধার্মিক জীবন যাপনের তাওফিক দান করুন।”
আপনার কমেন্ট