হাওজা নিউজ এজেন্সি: ইমাম খোমেনি (রহ.) জোর দেন, জ্ঞান মাধ্যমে নিজে ও অন্যের পথপ্রদর্শনের জন্য তাজকিয়াহ বা আত্মশুদ্ধি অপরিহার্য।
হযরত ইমাম বলেন,
• কখনও জ্ঞান মানুষকে নরকে পাঠায়।
• কখনও তাওহীদের জ্ঞান মানুষকে নরকে নিয়ে যায়।
• কখনও ইরফান বা আধ্যাত্মিক জ্ঞান মানুষকে নরকের পথে ঠেলে দেয়।
• কখনও ফিকহের জ্ঞান মানুষকে নরকে পৌঁছে দেয়।
• কখনও আখলাকের জ্ঞান মানুষকে নরকে পাঠায়।
তিনি জোর দিয়ে বলেন, কেবল জ্ঞান দিয়ে কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয়।
সমাধান কী?
সমাধান হলো তাজকিয়াহ বা আত্মশুদ্ধি। তাজকিয়াহ জ্ঞান অপেক্ষা অগ্রগণ্য এবং অধিক গুরুত্বপূর্ণ।
• যে তালিবুল ইলম মাদ্রাসায় পড়াশোনা করছে, তাকে অবশ্যই জ্ঞানের পাশাপাশি আত্মশুদ্ধি অর্জন করতে হবে।
• যে ইমাম জুমা জনগণকে সঠিক পথ দেখাতে চায়, তাকে প্রথমে নিজের আত্মাকে পরিশোধিত করতে হবে।
• যে সরকার জনগণকে সৎ কাজে পরিচালিত করতে চায়, তাকে প্রথমে নিজের আত্মাকে পরিশোধিত করতে হবে।
সংযোজন: ইমাম খোমেনির (রহ.) বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, জ্ঞান যদি আত্মশুদ্ধির সঙ্গে না যুক্ত হয়, তা বিপজ্জনক ও নরকে যাওয়ার কারণও হতে পারে। জ্ঞান ও তাজকিয়াহ একসাথে থাকলে মানুষ সত্য ও সঠিক পথে অগ্রসর হতে পারে।
আপনার কমেন্ট