হাওজা নিউজ এজেন্সি: ইস্তাম্বুলে অনুষ্ঠিত পঞ্চম তুরস্ক–আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, “ইসরায়েলের অতীত রেকর্ড বিবেচনায় আমরা সতর্ক রয়েছি; কারণ গাজার আজ সবচেয়ে বড় প্রয়োজন হলো পুনরুদ্ধার ও পুনর্গঠন।”
তিনি আরও বলেন, তুরস্ক সর্বাত্মকভাবে চেষ্টা করছে যাতে সাম্প্রতিক হামাস–ইসরায়েল চুক্তি টিকে থাকে এবং এটি অঞ্চলে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে—এ তথ্য আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে।
সুদানের চলমান সঙ্কট প্রসঙ্গে এরদোয়ান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সেখানে চলমান সংঘর্ষ তুরস্ককে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এবং দেশটিতে স্থায়ী শান্তি ফিরে আসবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, “বিশ্ব সমাজ সুদানের মর্মান্তিক মানবিক বিপর্যয়ের প্রতি যথাযথ মনোযোগ দিচ্ছে না। রক্তপাত বন্ধ করা প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে, পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও অস্থিরতাকে যেন মহাদেশটির অবধারিত নিয়তি হিসেবে ধরে নিয়েছে।”
আপনার কমেন্ট