বুধবার ২৯ অক্টোবর ২০২৫ - ২১:৩১
“হুকুমত-এ-আলাভী”: ন্যায়, প্রজ্ঞা ও আল্লাহর সন্তুষ্টির শাসনব্যবস্থা

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা হাসিব মির্জা (পশ্চিম বঙ্গ ভারত) বলেন, ইসলামের ইতিহাসে হযরত আলী (আ.)-এর শাসনব্যবস্থা বা হুকুমত-এ-আলাভী ন্যায়বিচার, প্রজ্ঞা ও আল্লাহর সন্তুষ্টির এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাওলানা হাসিব মির্জা তার এক বক্তব্যে “হুকুমত-এ-আলাভী” সম্পর্কে বলেন, ইসলামের ইতিহাসে হযরত আলী (আ.)-এর শাসনব্যবস্থা বা হুকুমত-এ-আলাভী ন্যায়বিচার, প্রজ্ঞা ও আল্লাহর সন্তুষ্টির এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। আজও সেই আদর্শিক শাসনব্যবস্থার প্রতি আকর্ষণ ও আলোচনা অব্যাহত রয়েছে, যদিও অনেকেই এর প্রকৃত অর্থ ও দর্শন অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন।

রাসূলুল্লাহ (স.)-এর ইন্তেকালের পর একদল মানুষ মনে করেছিলেন যে, হযরত আলী (আ.)-এর শাসনে তারা পদ, মর্যাদা ও ব্যক্তিস্বার্থ অর্জন করবেন। কিন্তু বাস্তবে যখন শাসনের ভার হযরত আমিরুল মুমিনিন (আ.)-এর হাতে আসে, তিনি কারও মিথ্যা ধারণা বা কুসংস্কারকে প্রশ্রয় দেননি। বরং শত্রু হোক বা সমর্থক— সকলকেই তিনি সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন এবং ভ্রান্ত চিন্তা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

আজকের বাস্তবতাও অনেকটা একই। সমাজের বহু মানুষ এখনো “আলাভীয় শাসন” বলতে যা বোঝেন, তা তাদের সীমিত চিন্তা ও কল্পনার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। অথচ হুকুমত-এ-আলাভী কোনো ব্যক্তিকেন্দ্রিক বা স্বার্থনির্ভর শাসন নয়; এটি এমন এক আদর্শ শাসনব্যবস্থা, যার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইসলামী আইন ও সীমার (হদ) সুষ্ঠু বাস্তবায়ন, মানুষের অধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠা।

তিনি বলেন, বর্তমান যুগে হুকুমত-এ-আলাভীর আদর্শ পুনরুজ্জীবন সমাজে নৈতিক মূল্যবোধ ও ন্যায়বিচারের চেতনা পুনঃপ্রতিষ্ঠার পথ দেখাতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha