হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
أَنْ لا یَعمَلَ العَبدُ بِطاعَةِ اللّهِ یُریدُ بِها النّاسَ
(মুক্তি এটাই যে,) বান্দা আল্লাহর ইবাদত ও আনুগত্য এমনভাবে সম্পাদন করবে না যাতে সে মানুষের দৃষ্টি আকর্ষণ ও সন্তুষ্টি কামনা করে।
অর্থাৎ, প্রকৃত মুক্তি ও পরিত্রাণ নিহিত আছে ইখলাসে (নিষ্ঠায়)—যেখানে সব কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, মানুষের প্রশংসা বা দৃষ্টি আকর্ষণের জন্য নয়।
[তানবিহুল খাওয়াতির, খণ্ড ১, পৃষ্ঠা ১৮৬]
আপনার কমেন্ট