শুক্রবার ৩১ জানুয়ারী ২০২৫ - ১৯:১৫
ব্রিকস মুদ্রা ইস্যুতে ট্রাম্পের হুমকি, জবাব দিল রাশিয়া

ব্রিকস (BRICS) জোটের সদস্য দেশগুলো যৌথ মুদ্রা তৈরির বিষয়ে আলোচনা করছে না, বরং সাধারণ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির বিষয়েই কথা বলছে!

হাওজা নিউজ এজেন্সি: রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিকস (BRICS) জোটের সদস্য দেশগুলো যৌথ মুদ্রা তৈরির বিষয়ে আলোচনা করছে না, বরং সাধারণ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির বিষয়েই কথা বলছে। 

শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

ব্রিকস মুদ্রা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে মন্তব্য করতে গিয়েই মূলত এ কথা বলেন পেসকভ। 

এর আগে বৃহস্পতিবার যেখানে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ব্রিকস যদি ডলার থেকে দূরে সরে যায়, তাহলে তিনি এর সদস্য দেশগুলোর ওপর শুল্ক আরোপ করবেন। 

তার এই হুমকির বিষয়ে পেসকভ স্পষ্ট করে বলেন, ব্রিকস কখনোই যৌথ মুদ্রা তৈরির আলোচনা করেনি এবং এখনো করছে না।

ক্রেমলিন মুখপাত্র বলেন, ‘ব্রিকস মূলত নতুন যৌথ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির কথা বলছে। যা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিনিয়োগ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ করে দেবে’।

পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও এ বিষয়ে কথা বলেছেন। এ সময় তিনি মার্কিন বিশেষজ্ঞদের কটাক্ষ করে বলেন, ‘সম্ভবত বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিকসের এজেন্ডা আরও ভালোভাবে ব্যাখ্যা করা’।

প্রসঙ্গত, ব্রিকস ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মাধ্যমে গঠিত হয়। এরপর ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেয়। এর ১৩ বছর পর ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণ সদস্য হিসেবে এতে যুক্ত হয়। ২০২৫ সালের ৬ জানুয়ারি ইন্দোনেশিয়াও এই জোটের সদস্যপদ লাভ করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha