হাওজা নিউজ এজেন্সি: ইরান গোপনে ৩,০০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা ইসরায়েল এবং ইউরোপে হামলা চালাতে সক্ষম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দুটি গোপন স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যেগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে। তবে প্রকৃতপক্ষে, এগুলো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।
অন্যদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউইয়র্কস টাইমস জানিয়েছে, ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুততর পদ্ধতি নিয়ে কাজ করছেন। প্রতিবেদন অনুসারে, সম্ভাব্য মার্কিন বা ইসরাইলি সামরিক পদক্ষেপ ঠেকাতে পারমাণবিক বোমা তৈরির একটি নতুন উপায় খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে তেহরানভিত্তিক বিজ্ঞানীদের একটি গোপন দলকে।
সূত্রগুলি নতুন পদ্ধতির বিশদ বিবরণ দেয়নি। তবে সমৃদ্ধ পারমাণবিক জ্বালানি ব্যবহার করে “একটি দ্রুত, এমনকি আরও অশোধিত পদ্ধতি” হিসাবে বর্ণনা করেছে।
তারা দাবি করেছে, ইরানি বিজ্ঞানীরা এমন শর্টকাট পথ খুঁজছে যা তাদের কয়েক মাসের মধ্যে পারমাণবিক উপাদানকে কার্যকরী অস্ত্রে পরিণত করার সুযোগ করে দেবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কাছে কমপক্ষে চারটি বোমা তৈরির জন্য পর্যাপ্ত পারমাণবিক জ্বালানি রয়েছে।
মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে আছে। তবে সাম্প্রতিক আঞ্চলিক অবস্থার পরিবর্তন দেশটিকে দ্রুত এই পথে হাঁটতে বাধ্য করছে।
তবে ইরান বারংবার পারমাণবিক অস্ত্র তৈরীর বিষয়টি অস্বীকার করে আসছে এবং দেশটি বলেছে, তাদের পারমাণবিক অস্ত্র তৈরীর কোনো ইচ্ছে নেই।
সূত্র: দ্য টেলিগ্রাফ, নিউইয়র্ক টাইমস
আপনার কমেন্ট