রবিবার ২০ এপ্রিল ২০২৫ - ১৫:৩৫
ইন্টারনেটে অশ্লীল ছবির সম্মুখীন হলে করণীয় শরয়ী বিধান

ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় অনিচ্ছাকৃতভাবে অশ্লীল ছবি/ভিডিওরর সম্মুখীন চোখে পড়লে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নেওয়া ওয়াজিব।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যিদ আলী হুসেইনি সিস্তানি (দ.)-এর দফতর থেকে ইন্টারনেটে অশ্লীল ছবির সম্মুখীন হওয়া সংক্রান্ত একটি প্রশ্নের জবাব প্রদান করা হয়েছে। 

প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারকালে অনিচ্ছাকৃতভাবে অশ্লীল ছবি বা কন্টেন্ট চোখে পড়লে শরীয়তের হুকুম ও করণীয় কী? 

উত্তর:

১. ইচ্ছাকৃতভাবে নগ্ন বা অর্ধনগ্ন ছবি/ভিডিও (শাহওয়াত/কামুকতা নিয়ে) দেখা সম্পূর্ণ হারাম। 

২. শাহওয়াত/কামুকতা ছাড়া দেখাও ইহতিয়াত ওয়াজিব (সতর্কতামূলক ওয়াজিব) অনুযায়ী জায়েজ নয়। 

৩. অনিচ্ছাকৃতভাবে চোখে পড়লে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নেওয়া ওয়াজিব। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha