বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ - ০৮:৩২
নবী, ইমাম ও খাঁটি মুমিনদের পুনরাগমন

রাজআত তথা পুনরুত্থান শিয়া মতবাদের এক মৌলিক বিশ্বাস, যার ভিত্তি কুরআন ও বিশুদ্ধ হাদিসে রয়েছে। এতে নির্দিষ্ট নবী, ইমাম ও মুমিনদের দুনিয়ায় প্রত্যাবর্তনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: বিভিন্ন হাদিসের আলোকে জানা যায়, নবীগণ, নিরপরাধ ইমামগণ (আ.) ও প্রকৃত মুমিনরা রাজআতের সময় পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। এসব হাদিসকে মূলত চারটি শ্রেণিতে ভাগ করা যায়:

১. সাধারণভাবে নবী ও ইমামদের প্রত্যাবর্তন বিষয়ক হাদিস
إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَالَّذِینَ آمَنُوا فِی الْحَیاةِ الدُّنْیا وَیوْمَ یقُومُ الْأَشْهَادُ
নিশ্চয়ই আমরা আমাদের পয়গম্বরগণ ও যাঁরা ঈমান এনেছেন, তাদেরকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দাঁড়ানোর দিনে অবশ্যই সাহায্য করব। [সূরা গাফির: ৫১]

ইমাম জাফর সাদিক (আ.) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর কসম! এটি রাজআতের সময়ের কথা। আপনি কি জানেন না, বহু নবী দুনিয়ায় সাহায্য পাননি বরং হত্যা করা হয়েছে? ইমামরাও শহীদ হয়েছেন অথচ কেউ তাঁদের সাহায্যে আসেনি। প্রকৃতপক্ষে, এ আয়াতের প্রতিশ্রুতি রাজআতের সময়ই পূর্ণ হবে। [মুআজজামে আহাদিসুল ইমাম আল-মাহদী (আ.ফা), খণ্ড ৫, পৃ. ৩৮৪]

২. নির্দিষ্ট সংখ্যক নবীর প্রত্যাবর্তনের উল্লেখসম্বলিত হাদিস
ইমাম সাদিক (আ.) বলেন,
ویقبل الحسین فی أصحابه الذین قتلوا معه ومعه، سبعون نبیا، کما بعثوا مع موسی بن عمران
হোসাইন (আ.) তাঁর সাথীদের নিয়ে রাজআত করবেন, যাঁরা কারবালায় শহীদ হয়েছেন। তখন তাঁর সঙ্গে ৭০ জন নবীও ফিরে আসবেন, যেমন মুসা (আ.)-এর সঙ্গেও ৭০ জন নবী ছিলেন। [মুআজজামে আহাদিসুল ইমাম আল-মাহদী (আ.ফা),  খণ্ড ৪, পৃ. ৮৯]

৩. নির্দিষ্ট কিছু নবী ও ইমামদের নামসহ প্রত্যাবর্তনের হাদিস
ইমাম বাকির (আ.) বলেন,
وَ إِنَّ دَانِیَالَ وَ یُوشَعَ یَخْرُجَانِ إِلَی أَمِیرِ اَلْمُؤْمِنِینَ یَقُولاَنِ صَدَقَ اَللَّهُ وَ رَسُولُهُ وَ یَبْعَثُ اَللَّهُ مَعَهُمَا إِلَی اَلْبَصْرَةِ سَبْعِینَ رَجُلاً
দানিয়াল ও ইয়ুশা (আ.) আমিরুল মু’মিনিন (আ.)-এর রাজআতের সময় ফিরে আসবেন এবং নবী (সা.)-এর রিসালতের সত্যতা স্বীকার করবেন। তাঁদের সঙ্গে আরও ৭০ জন সহচরও ফিরে আসবেন। [বিহারুল আনওয়ার, খণ্ড ৫৩, পৃ. ৬২]

ইমাম সাজ্জাদ (আ.) বলেন,
یرجع إلیکم نبیکم صلی الله علیه وآله وأمیرالمؤمنین علیه‌السلام والائمة علیهم‌السلام
তোমাদের নবী (সা.), আমিরুল মু’মিনিন (আ.) ও নিরপরাধ ইমামগণ (আ.) অবশ্যই তোমাদের দিকে রাজআত করবেন। [মুআজজামে আহাদিসুল ইমাম আল-মাহদী (আ.ফা), খণ্ড ৫, পৃ. ৩২৭]

একইভাবে ইমাম সাদিক (আ.) বলেন,
أَوَّلُ مَنْ یَرْجِعُ إِلَی اَلدُّنْیَا اَلْحُسَیْنُ بْنُ عَلِیٍّ عَلَیْهِ السَّلاَمُ
সবার আগে রাজআত করবেন হযরত হোসাইন ইবনে আলী (আ.)। [বিহারুল আনওয়ার, খণ্ড ৫৩, পৃ. ৪৬]

৪. সত্‌ ব্যক্তি ও খাঁটি মুমিনদের প্রত্যাবর্তন সম্পর্কিত হাদিস

ইমাম সাদিক (আ.) বলেন,
یَخْرُجُ اَلْقَائِمُ مِنْ ظَهْرِ اَلْکَعْبَةِ مَعَ سَبْعَةٍ وَ عِشْرِینَ رَجُلاً خَمْسَةَ عَشَرَ مِنْ قَوْمِ مُوسَی عَلَیْهِ السَّلاَمُ اَلَّذِینَ کَانُوا یَهْدُونَ بِالْحَقِّ وَ بِهِ یَعْدِلُونَ وَ سَبْعَةٌ مِنْ أَهْلِ اَلْکَهْفِ وَ یُوشَعُ بْنُ نُونٍ وَ سَلْمَانُ وَ أَبُو دُجَانَةَ اَلْأَنْصَارِیُّ وَ اَلْمِقْدَادُ وَ مَالِکٌ اَلْأَشْتَرُ فَیَکُونُونَ بَیْنَ یَدَیْهِ أَنْصَاراً أَوْ حُکَّاماً
ইমাম মাহদী (আ.) কাবার পেছন থেকে ২৭ জন সাথী নিয়ে আবির্ভূত হবেন। এদের মধ্যে ১৫ জন হবেন মুসার (আ.) কওমের লোক, যাঁরা সত্য ও ন্যায়বিচারের পথে পরিচালিত করতেন; ৭ জন হবেন 'আসহাবে কাহাফ'; এছাড়াও ইয়ুশা বিন নূন, সালমান, আবু দোজানা আনসারী, মিকদাদ ও মালেকে আশতার—তাঁরা সবাই তাঁর সহযোগী ও সেনাপতি হবেন। [রওযাতুল ওয়ায়েজিন, খণ্ড ২, পৃ. ২৬৬]

এই আলোচনার পরবর্তী অংশে আরও বিস্তারিতভাবে রাজআতের সময়কার সমাজ ও ক্ষমতার কাঠামো নিয়ে আলোচনা করা হবে।

এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে...

গ্রন্থসূত্র: নেগীনে অফারিনেশ বই থেকে (ঈষৎ সম্পাদিত ও পরিমার্জিত)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha