মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ - ০৮:৩২
ইসরায়েলের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সোমবার ইসরায়েল অধিকৃত এলাকায় পাঁচটি সামরিক ও কৌশলগত স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন।

হাওজা নিউজ এজেন্সি: মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের ড্রোন ইউনিট একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে বেন গুরিয়ন বিমানবন্দর, অধিকৃত জাফ্ফায় একটি সামরিক লক্ষ্যবস্তু, ইলাত বন্দর, রামোন বিমানবন্দর এবং আশদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়।

তিনি জানান, পাঁচটি ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযানে সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

জেনারেল সারি বলেন, এই অভিযান গাজার জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা এবং হোডেইদা বন্দরে সাম্প্রতিক হামলার জবাবে এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, বিগত মাসগুলোতে ইয়েমেন আগ্রাসনের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলেছে এবং আগামীতেও যেকোনো শত্রুতা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনের পক্ষ থেকে এ ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha