হাওজা নিউজ এজেন্সি: তিনি মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
শেখ কাসেম আরও বলেন, গাজায় চলমান নিপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের নীরবতা কেবল দুঃখজনক নয়, বরং তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি অবজ্ঞা প্রদর্শন।
তিনি জোর দিয়ে বলেন, জায়োনিস্ট শাসনকে থামাতে হলে, তাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাপে ফেলা জরুরি।
শেখ কাসেম বলেন, যখন আমেরিকা ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখোমুখি হবে, তখন বাধ্য হয়ে তাকে নিজের অবস্থান থেকে সরে আসতে হবে এবং ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে।
তিনি আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানান,নতারা যেন অবিলম্বে দখলদার রাষ্ট্র ইসরায়েলের দূতাবাসসমূহ বন্ধ করে, তার সঙ্গে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিন ও গাজার পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়—কমপক্ষে জরুরি মানবিক সহায়তা প্রদান করেই হোক না কেন।
বিবৃতির শেষ অংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “অত্যাচারীরা কখনোই সফল হবে না। ইসরায়েলের ক্রমাগত বর্বরতা ও গোঁড়ামি, ইনশাআল্লাহ, তাদের ভয়াবহ পতনের ভিত্তি রচনা করছে।"
আপনার কমেন্ট