






হাওজা/ ১৭ সফর, ১১ আগস্ট ২০২৫ তারিখে মিরপুর কারবালা মারকাজি ইমামবাড়ায় পবিত্র ইমাম রেজা (আ.)-এর শাহাদাৎ দিবস উপলক্ষে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নাফিস সাহেব আজাখানা ও সৈয়েদ আশিক হুসাইন সাহেব আজাখানা। শোকানুষ্ঠানে ইমাম রেজা (আ.)-এর জীবন, ত্যাগ ও ঈমানের শিক্ষাকে অনুসরণের আহ্বান জানানো হয়।
আপনার কমেন্ট