শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:০৩
ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে নেতানিয়াহুর হুমকি, ইরাকের তীব্র প্রতিক্রিয়া

ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর প্রতি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী।

হাওজা নিউজ এজেন্সি: মেহর নিউজ এজেন্সি এবং আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন শুক্রবার জানান যে, নেতানিয়াহুর মন্তব্য অবাঞ্ছিত ও অগ্রহণযোগ্য। তিনি জোর দিয়ে বলেন,

“যে কোনো ইরাকি নাগরিকের ওপর আক্রমণ মানে পুরো ইরাকের ওপর আক্রমণ।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরাকের নাগরিকদের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আক্রমণ তা স্বয়ং ইরাকের সার্বভৌমত্বের প্রতি আঘাত।

এদিকে হিব্রু সূত্রে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের হত্যা এবং তাদের কেন্দ্রগুলো ধ্বংস করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলিকে আক্রমণের হুমকি প্রদান করেছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha