শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ - ১০:১৫
ইসলামী দেশগুলোকে সহযোগিতা বাড়িয়ে উম্মাহর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ-এর সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, ইসলামী দেশগুলোকে নিজেদের জনগণ ও মুসলিম জাতির জন্য নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সহযোগিতা বাড়াতে হবে। তিনি কুয়েতের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ইরান প্রস্তুত বলে জানান।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের প্রেসিডেন্ট পেজারকিয়ান বলেন, বর্তমান বিশ্বের জন্য ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি অপরিহার্য। মুসলমানদের একে অপরের ভাই হিসেবে গণ্য করা উচিত এবং মতবিরোধ সংলাপ ও আন্তরিকতার মাধ্যমে সমাধান করতে হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে সকলের কল্যাণ নিশ্চিত করা যায়।

তিনি ইসরায়েলের কার্যক্রমকে সমালোচনা করে বলেন, ইসরায়েল অঞ্চলে যুদ্ধ, বিশৃঙ্খলা ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজের অস্তিত্ব ধরে রাখে। ইসলামী দেশগুলোকে এই অপরাধ রোধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং গাজায় নিপীড়িত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রতিবেশী দেশ কুয়েত ক্রাউন প্রিন্স বলেন, ইরানের শান্তিপূর্ণ উদ্যোগের প্রশংসা করে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী। কুয়েত ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের শীঘ্রই তেহরানে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha