হাওজা নিউজ এজেন্সি: এই প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এক দীপ্তিময় হাদিসে ইঙ্গিত দিয়েছেন,
مَن قَبَّلَ وَلدَهُ کَتَبَ اللّهُ عَزَّ وَجَلَّ لَهُ حَسَنَةً، وَمَن فَرَّحَهُ فَرَّحَهُ اللّهُ یَومَ القِیامَةِ، وَمَن عَلَّمَهُ القُرآنَ دُعِیَ بالأبَوَینِ فَیُکسَیانِ حُلَّتَینِ یُضیءُ مِن نُورِهِما وُجُوهُ أَهلِ الجَنَّةِ
যে ব্যক্তি তার সন্তানকে চুমু খায়, আল্লাহ তার আমলনামায় একটি নেকি লিখে দেন। যে তার সন্তানকে আনন্দ দেয়, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাকে আনন্দিত করবেন। আর যে সন্তানকে কুরআন শিক্ষা দেয়, কিয়ামতের দিন তার পিতা ও মাতাকে আহ্বান করা হবে এবং তাঁদের এমন দুটি নূরানী পোশাক পরানো হবে, যার আলোয় জান্নাতবাসীদের চেহারা উদ্ভাসিত হয়ে উঠবে।
[আল-কাফি, খণ্ড ৬, পৃষ্ঠা ৪৯]
এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়— সন্তানের প্রতি স্নেহ, তাকে খুশি রাখা এবং কুরআনের শিক্ষায় গড়ে তোলা এমন সৎ আমল, যার প্রতিদান শুধু দুনিয়াতে নয়, বরং পরকালেও আলোকিত প্রতিফলন নিয়ে হাজির হবে।
আপনার কমেন্ট