হাওজা নিউজ এজেন্সি: শেয়ার বাজারে সক্রিয় মুসলিম বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শরয়ি ইস্যু হলো: বছরের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে যে মুনাফা অর্জিত হয়, তা কি খুমসের আওতায় পড়ে?
এই প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফি.)-কে করা এক ইস্তিফতায় (ধর্মীয় জিজ্ঞাসায়) এ বিষয়ে তাঁর মতামত তুলে ধরা হয়েছে।
প্রশ্ন: যদি বছরের মধ্যবর্তী আয়ে শেয়ার কেনাবেচা করা হয়, তাহলে তাতে খুমস আদায় করতে হবে কি?
আয়াতুল্লাহ খামেনেয়ী’র জবাব: প্রশ্নে বর্ণিত পরিস্থিতিতে, খুমস বর্ষপূর্তির সময় শেয়ারগুলোর বাজারমূল্য অনুযায়ী হিসাব করে তার খুমস আদায় করতে হবে।
সারাংশ: খুমস বর্ষ শেষে শেয়ার মালিকানাধীন অবস্থায় থাকলে, সেগুলোর বাজারদরের উপর খুমস হিসাব করে আদায় করতে হবে, যদিও তা বছরের মধ্যবর্তী আয়ে কেনা হয়ে থাকে।
আপনার কমেন্ট