শুক্রবার ২৫ জুলাই ২০২৫ - ১৫:০১
শেয়ার লেনদেনের মুনাফা কি খুমসের আওতাভুক্ত?

বর্তমান সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ একটি সাধারণ অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এর সঙ্গে জড়িত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—শেয়ার লেনদেন থেকে অর্জিত লাভ কি খুমসযোগ্য? এই বিষয়ে আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী’র একটি ইস্তিফতা (প্রশ্নোত্তর) প্রকাশিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: শেয়ার বাজারে সক্রিয় মুসলিম বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শরয়ি ইস্যু হলো: বছরের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে যে মুনাফা অর্জিত হয়, তা কি খুমসের আওতায় পড়ে?

এই প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফি.)-কে করা এক ইস্তিফতায় (ধর্মীয় জিজ্ঞাসায়) এ বিষয়ে তাঁর মতামত তুলে ধরা হয়েছে।

প্রশ্ন: যদি বছরের মধ্যবর্তী আয়ে শেয়ার কেনাবেচা করা হয়, তাহলে তাতে খুমস আদায় করতে হবে কি?

আয়াতুল্লাহ খামেনেয়ী’র জবাব: প্রশ্নে বর্ণিত পরিস্থিতিতে, খুমস বর্ষপূর্তির সময় শেয়ারগুলোর বাজারমূল্য অনুযায়ী হিসাব করে তার খুমস আদায় করতে হবে।

সারাংশ: খুমস বর্ষ শেষে শেয়ার মালিকানাধীন অবস্থায় থাকলে, সেগুলোর বাজারদরের উপর খুমস হিসাব করে আদায় করতে হবে, যদিও তা বছরের মধ্যবর্তী আয়ে কেনা হয়ে থাকে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha