হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
إِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَاضِعِینَ
নিশ্চয়ই আল্লাহ বিনয়ী ব্যক্তিদের ভালোবাসেন।
[তুহাফুল উকুল, পৃষ্ঠা ১৪৩]
বর্তমান আত্মকেন্দ্রিক ও অহংকারময় সমাজে এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয়— প্রকৃত মর্যাদা আসে বিনয়ের মাধ্যমে, আর আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আত্মগর্ব নয়, চাই হৃদয়ের নম্রতা ও আচার-আচরণে বিনয়।
আপনার কমেন্ট